রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

কাফনের কাপড় পরে মেয়রের পদত্যাগ ও শাস্তির দাবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগ ও শাস্তির দাবিতে রোববার এলাকাবাসী কাফনের সাদা কাপড় পরে পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসব অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আজকে যারা আমার পদত্যাগ চাচ্ছেন তাদের সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। তাদের বাবা আব্দুল খালেক মুনশীও আমার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা-বানোয়াট বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সুনাম নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ পৌরসভায় লুটপাট চলছে। উন্নয়নের নামে দুর্নীতি, টেন্ডারবাজি চালাচ্ছেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী বলেন, সারা দেশে পরিবর্তনের জোয়ার এলেও গৌরীপুরে হয়নি, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গৌরীপুর পৌরসভা। এখানে কোনো ঠিকাদার নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই, সব এক ব্যক্তি এক শাসক চালাচ্ছে সৈয়দ রফিকুল ইসলাম। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা পথে থাকব।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক সভাপতি রমজান আলী খান জুয়েল। অংশ নেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আকবর আনিছ, সাবেক কাউন্সিলার আরিফুল ইসলাম ভূইয়া এনাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, শাকিব মুনশী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছ উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন নাদিম, মাহবুবুল ওয়াহাব মনি, মো. আসাদ, আজিজুল হক, আল আমিন ভূইয়া, বাহালুল মুনশী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক অলি মুনশী প্রমুখ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM