বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

মধ্যপ্রাচ্য যুদ্ধের বর্ষপূর্তি সোমবার, বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের প্রতিবাদ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শুরুর এক বছর পূর্তিকে সামনে রেখে ইসরায়েলি হামলায় বিধ্বংস গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ সমাবেশ করেছে হাজার হাজার বিক্ষোভকারী। আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন শহরে ফিলিস্তিনপন্থী সমর্থকরা জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।

আরব নিউজ বলছে, প্যারিস, রোম, ম্যানিলা, কেপটাউন এবং নিউ ইয়র্ক সিটিতে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী ইসরায়েলি হামলার প্রতিবাদ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া গাজা ও লেবাননে সামরিক অভিযানে মিত্র ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে ওয়াশিংটনের হোয়াইট হাউসের কাছেও বিক্ষোভ হয়েছে।

নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে বিক্ষোভকারীরা কালো-সাদা কেফিয়াহ স্কার্ফ পরে অবস্থান করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিও তোলেন বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।

ধারাবাহিকভাবে গাজায় আক্রমণের মধ্যে গত সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা নতুন করে উত্তপ্ত করে তুলেছে মধ্যপ্রাচ্যকে। এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM