মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বিএনপির ৪ নেতা বহিষ্কার

পায়রানিউজ ডেস্ক: খুলনায় বিএনপির সুধীসমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ১১টায় মিডিয়া সেলের বরাত দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর খালিশপুর থানার ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন, ফকির শহিদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপির ৮ এবং ১১ নং ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশস্থলে সামনের চেয়ারে বসা এবং মঞ্চে উঠা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM