মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভারতে ইসলাম নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের ইসরাইলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম ও রসুলুল্লাহ (স.)-কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশ অংশ নেয়া বক্তারা বলেন, ‘ভারতের বিজেপি সরকার ইসলামবিরোধী সরকার।’

রামগিরি মহারাজ ও বিজেপি নেতা ইসলাম নিয়ে কটূক্তি করায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা। এসময় ভারতের পণ্য বয়কট করারও ডাক দেন বক্তারা।

তাড়াহুড়োর কিছু নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করে এখন ইসলামী বাংলাদেশ দেখতে চায় জনগণ।’

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এসময় কালো পতাকা উড়ানোয় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM