মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সাবেক হুইপ সামশুলসহ ১০ এমপির অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক: পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১০ জন সংসদ সদস্যদের (এমপি) অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ অক্টোবর) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা হলেন- সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, আফতাব উদ্দিন সরকার, ওমর ফারুক চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, একরামুল করিম চৌধুরী, দীপংকর তালুকদার, ইফতেখার উদ্দিন তালুকদার, ফাহমী গোলন্দাজ বাবেল, হোসনে আরা ও এম এ জাহের।

জানা গেছে, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৪০- ৫০ শতাংশ বেশি দরে প্রাক্কলন তৈরি করে টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, তার এলাকার পল্লী বিদুৎ সমিতির বিলের ওপর অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে।

এসব অভিযোগ অনুসন্ধানের নিমিত্ত দুদকের মহাপরিচালক (তদন্ত-২) বরাবর পাঠানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের অভিযোগে উল্লিখিত সাবেক এমপিদেরও অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM