মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

মিলানকে হারিয়ে লেভারকুসেনের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (১ অক্টোবর) মুখোমুখি হয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন ও ইতালিয়ান ক্লাব এসি মিলান। বে এরিনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক লেভারকুসেন। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনে উঠে এলো আলোনসোর দল।

প্রথম হাফে পুরোটাই নিয়ন্ত্রণ করেছে জার্মান ক্লাব লেভারকুসেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে বনিফেস-উইর্টজরা। তবে প্রথম হাফে দশটি শট নিয়েও গোল করতে পারেনি। ম্যাচের ২১ মিনিটে অবশ্য গোল করেছিলেন লেভারকুসেন স্ট্রাইকার ভিক্টর বনিফেস। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয় হাফের শুরুটাও দারুণ করে লেভারকুসেন। ৪৮তম মিনিটে উইর্টজের নেয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক মাইকনান। তবে তিন মিনিট পর আর দলকে রক্ষা করতে পারেননি মিলানের এই ফরাসি গোলরক্ষক।

ডি-বক্সের ভেতরে জেরেমি ফ্রিম্পংয়ের শট ঠেকিয়ে দেন। তবে বল চলে যায় বনিফেসের পায়ে। তা পেয়ে খালি জালে বল জড়ান নাইজেরিয়ান এই স্ট্রাইকার। এরপর ম্যাচে নিয়ন্ত্রণ নেয় মিলান। ৫৬ মিনিটে মিলান মিডফিল্ডার রেইন্ডার্সের শট ঠেকিয়ে দেন লেভারকুসেনের গোলরক্ষক হ্রাডেকি।

এরপর বেশকিছু আক্রমণ করেও স্বাগতিকদের ডিফেন্স ভাঙতে পারেনি মিলান। ম্যাচের ৮২তম মিনিটে থিও হার্নান্দেজের দূরপাল্লার শট পোস্টে লাগে। তাতে আরও একবার বেঁচে যায় লেভারকুসেন। শেষ পর্যন্ত সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লেভারকুসেন। এদিকে দুই ম্যাচে দুইটিতেই হেরে টেবিলের ২৯তম স্থানে এসি মিলান।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM