রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

দুই ছেলেকে আন্দোলনে পাঠিয়ে ডিপজল

শনিবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিওবার্তায় এমনটা জানান তিনি।
ভিডিওর শুরুতে দেশবাসীকে সালাম দিয়ে ডিপজল বলেন, ‘বিগত কয়েকটা দিন অনেক খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্র-ছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি, তোমারা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে। হয়তো আপনরা চেনন না ওদের’।মাঝে কিছু সময় অসুস্থ ছিলেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখে সমস্যা ছিল।
এখন ভালোর দিকে, আপনাদের দোয়ায়। আপনারা যে যেখানে থাকেন, ভালো থাকবেন। দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপানাদের পাশে আমি আছি, থাকবো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের দুই ছেলে শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM