মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

এক দফা দাবিতে সারা দেশে নার্সদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: এক দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ পদায়নে এক দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি শুরু করেন তাঁরা।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ঢাকা মেডিকেলের আহ্বায়ক মো. মাসুদ পারভেজ বলেন, ‘নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের জন্য আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসছি। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম ও সদস্যসচিব ড. মোহাম্মদ নুরুল আনোয়ারের মাধ্যমে একবার মাননীয় প্রধান উপদেষ্টা ও দুই বার স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু আমরা আশানুরূপ কোনো বক্তব্য শুনতে পাই নাই।’

মাসুদ পারভেজ আরও বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের একদফা এক দাবি পূরণের লক্ষ্যে সরকারকে তিন কর্মদিবসের সময় দেওয়া হয়েছিল। সরকার উল্লেখিত সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবির পক্ষে কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় সংস্কার পরিষদ দুই দিনের কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। আজ ও আগামীকাল দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে।

এ ছাড়া ইমারজেন্সি, ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, পিআইসিইউ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM