সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

এবার জানা গেল রাবি শিবির সেক্রেটারির নাম

নিজস্ব প্রতিবেদক: এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল। সেক্রেটারির নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মো. নায়েম বিল্লাহ নামের এক শিবির নেতা গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোস্তাকুর রহমান জাহিদ রাবির এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে।

আরও জানা গেছে, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM