মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অবশেষে আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার পর থেকে দলের বাইরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। লম্বা পূর্ণবাসন প্রক্রিয়ার পর নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন তিনি। নেমে করেন জোড়া গোলও। তবে ভক্তদের মনে প্রশ্ন ছিল আলবিসেলেস্তেদের হয়ে কবে মাঠে নামবেন বিশ্বের সেরা এই ফুটবলার। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন মায়ামি কোচ টাটা মার্টিনো।

ইন্টার মায়ামির কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনো নিশ্চিত করেছেন, লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে অংশ নিতে প্রস্তুত।

মেসি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২৪ কোপা আমেরিকায়, যেখানে তিনি আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন। তবে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তার ডান পায়ে আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে যান। এরপর মেসি দুই মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন এবং সেপ্টেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোও মিস করেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মার্টিনো সাংবাদিকদের জানান, ‘আমাদের ম্যাচগুলোর পাশাপাশি মেসির সামনে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোও রয়েছে।’

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM