নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় রোববার (২৯ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করবেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
এ মামলার অন্য আসামিরা হলেন—যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ আগস্ট ডিবির পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়। মামলার এজাহারে বলা হয়, জাসাসের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করে। প্রাপ্ত তথ্য থেকে সন্দেহ হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের জীবননাশসহ যে কোনও ধরনের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
এমএফ