বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

অসুস্থতার ছুটি না পেয়ে অফিসে এলেন নারী, কাজ করতে করতেই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অফিসের ম্যানেজারের কাছে অসুস্থতার ছুটি চেয়েছিলেন ৩০ বছর বয়সী মে নামের একজন নারী। কিন্তু ছুটি না দিয়ে তাঁকে কাজে আসতে বলা হয়। অফিসেই কাজ করতে করতেই ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে।

শুক্রবার ব্যাংকক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলীর জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। গত ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুদিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তিনি ওই নারী কর্মীকে অফিসে আসতে বলেন এবং অতিরিক্ত কাটানো ছুটির জন্য আরেকটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশনা দেন।

চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই গত ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে জানান সহকর্মীরা।

ডেলটা ইলেকট্রনিকস ওই নারীর মৃত্যুতে তাঁদের ফেসবুক পেজে সমবেদনা প্রকাশ করে লিখেছে, ‘আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে মর্মাহত। কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

তাঁর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM