মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

তিন সেঞ্চুরিতে শ্রীলঙ্কার রানের পাহাড়, শুরুতেই চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: গল টেস্টে ব্যাট হাতে আধিপত্য করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরিতে সংগ্রহ ছয়শ ছাড়িয়েছে লঙ্কানদের। ইনিংস ঘোষণা করায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন কামিন্দু মেন্ডিস।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে ৫ উইকেটের বিনিময়ে ৬০২ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে মাত্র ২২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম টেস্টে ৬৩ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেও আধিপত্য চলছে স্বাগতিকদের। টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের হতাশ করে একের পর এক সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ব্যাটাররা। আগের দিন অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৮ রানে আর কামিন্দু মেন্ডিস ৫১ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনে ম্যাথুস ১২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। শুধু তাই নয়, তার সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও হাঁকানোর। তবে ইনিংস ঘোষণা করায় ১৮২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাকে। ২৫০ বল মোকাবিলায় ১৬ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

এদিন ১৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কুশল মেন্ডিস। আগের দিন ১১৬ রান করেছিলেন দিনেশ চান্দিমাল। তাতে প্রথম ইনিংসে বিশাল পুঁজি পায় লঙ্কানরা। নিউজিল্যান্ডের জাত বোলারদের ব্যর্থতার দিনে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস।

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিনে ১৪ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল টম ব্লান্ডেলের দল। লঙ্কান বোলারদের তোপে দিনের শেষ ৮৪টি বলও নিরাপদে পার করতে পারেননি তারা। ৫ বলে ২ রান করে অসিথা ফার্নান্দোর বলে নিসাঙ্কাকে ক্যাচ দিয়ে ফেরেন টম ল্যাথাম। ২১ বলে ৯ রান করে প্রভাত জয়াসুরিয়ার শিকার ডেভন কনওয়ে। ৪২ বলে ৬ রান করে কেন উইলিয়ামসন আর ১৬ বলে ০ রানে অপরাজিত আছেন অ্যাজাজ প্যাটেল।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM