সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

স্বরাষ্ট্র হারালেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উপদেষ্টাদের দায়িত্বে রদবদল

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পূণ:বণ্টন করা হয়েছে। এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে। তার স্থলাভিষিক্ত হলেন লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।

ড. আসিফ নজরুল আইনের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের দেখভাল করবেন সালেহ উদ্দিন আহমেদ। ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ত্রাণ মন্ত্রণালয়, রেজওয়ানা হাসান পারিবেশের পাশাপাশি পানি সম্পদ, আদিলুর রহমান খান শুভ্র শিল্পের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার সামলাবেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়া নতুন শপথ নেয়া মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

নাহিদ ইসলাম আইসিটির পাশাপাশি তথ্য মন্ত্রণালয়। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM