বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান প্রতি বুধবার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করে। এ উপলক্ষে তেহরানে এক অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি জানান, দৃঢ় প্রতিরোধ শক্তি আর স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না।

খামেনি বলেন, ইসলামি বিপ্লব এবং ইসলামি প্রজাতন্ত্রের কণ্ঠস্বর খুবই স্পষ্ট, যা বিশ্বের ভ্রান্ত ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলে। তিনি এ সময় আরও জানান, শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার এবং পারমাণবিক ইস্যুকে বাহানা হিসেবে ব্যবহার করছে।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা লেবানন ও ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাগুলোকে ইরানের ওপর আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি জানান, লেবানন ও ফিলিস্তিনে ইসরাইলি হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের বক্তব্য মিথ্যা।

খামেনি বলেন, আমেরিকানরা ইসরাইলি অপরাধ সম্পর্কে অবগত এবং তারাও এতে জড়িত। বর্তমান মার্কিন সরকার আসন্ন নির্বাচনের জন্য ইসরাইলি সরকারকে সমর্থন করছে। তারা যেভাবে নির্বাচনে জয় চায়, তেমনি বিজয় দেখতে চায় ইসরাইলের। অথচ আমেরিকান মুসলমানদের ভোট পেতে তারা এমন ভান করছে, যেন তারা এতে জড়িত নয়।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM