রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

গায়ের চামড়া বেশ মোটা, বাবার থেকেই এটা পেয়েছি: অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক: বিতর্কিত বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। কখনও তার অভিনয় নিয়ে কখনও বা তার মন্তব্য নিয়ে ট্রল হতে হয়। প্রশ্ন উঠেছে অভিনেত্রীর বুদ্ধিমত্তা নিয়েও। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মজাদার মিম তৈরি হয়েছে ।

সচরাচর সমালোচক কিংবা ট্রলকারীদের উদ্দেশ্যে পালটা তাকে সেভাবে কোনও মন্তব্য করতে দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আমার গায়ের চামড়া বেশ মোটা। আর এটা আমার বাবার থেকেই পেয়েছি।’

এ অভিনেত্রীর ভাষায়, ‘বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হয় কিন্তু রাগ করেন না তিনি বরং হাসিমুখে সব সহ্য করে নেন এবং মনে কিন্তু কোনও রাগ পুষে রাখেন না বরং অনেক সময় নিজেকে নিয়েই প্রচুর হাসি-ঠাট্টা করেন। এই শিক্ষাটাই আমি বাবার থেকে পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাবা আমাকে বুঝিয়েছেন প্রতিটি শুক্রবার একজন অভিনেতা অথবা অভিনেত্রী ব্যাট হাঁকিয়ে ছয় মারতে পারেন অথবা আউট হয়েও যেতে পারেন তবে আশার কথা এই আউট হয়ে যাওয়ার পরেও সেই অভিনেতা কিন্তু ফের ক্রিজে নেমে খেলার সুযোগ পাবে। এতটাই পজিটিভ থাকেন বাবা। এটাও শিখেছি, জীবনমুখী থাকতে।’

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM