মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০৮ সাল থেকে তার অভিনয় জীবনের শুরু। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল।

জানা গেছে, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন আলাউদ্দিন লাল। সম্প্রতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গত দুদিন আগে ফেসবুকে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন আলাউদ্দিন লাল। তবে এই প্রথম না, ২০২২ সালেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সেসময় অর্থাভাবে অনিশ্চয়তার পড়েছিল তার চিকিৎসা।

তবে কয়েকজন সহকর্মীর চেষ্টাও আলাউদ্দিন লালের চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। অভিনেতার এমন খবর শুনে পাশে দাঁড়ান মুশফিক আর ফারহান। সেসময় আলাউদ্দিনের চিকিৎসার সব খরচ একাই বহন করেছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন এই অভিনেতা। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM