সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

স্বামী বয়সে ছোট, বিচ্ছেদ চেয়ে আদালতে গেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: গত কয়েক মাস ধরে একের পর এক বিচ্ছেদের খবর উঠে আসছে ভারতের রুপালি পর্দার দুনিয়ায়। এবার বিচ্ছেদের পথে হাঁটছেন হিন্দি সিনেমার অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। সূত্রের খবর, বিয়ের আট বছর পর স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে যেতে চলেছেন ‘রঙ্গিলা-গার্ল’ খ্যাত এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, একেতো ভিন্ন ধর্মে বিবাহ, তার ওপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিবাহ ঘিরে খানিকটা চাপান-উতোর ছিল তাদের।

জানা গেছে, এই বিচ্ছেদ কোনো আপোশে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে ঊর্মিলাকে।

২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। ভিন্ন ধর্মে বিবাহ ও বয়সের পার্থক্য থাকায় খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী।

নব্বই দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। তার জনপ্রিয়তার ধারে কাছে কোনও দিন আসেননি মহসিন। যদিও প্রাথমিক ভাব রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন এই কাশ্মিরি যুবক।

২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত আট বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনই। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক জল্পনা।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM