সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে ইসলামী ব্যাংকের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ইসলামী ব্যাংকের শেয়ার। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ব্যাংকটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৮ টাকা ৩০ পয়সায়।

সংশ্লিষ্টরা বলছেন, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। গত মাসে এর বাজার মূলধন তিন হাজার ৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার ৭৪২ কোটি টাকায় পৌঁছেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) এই শেয়ার লেনদেন শেষ হয় ৫৪ টাকা ৩০ পয়সায়। এদিন ব্যাংকটির মোট ৩১ দশমিক ১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১৬ কোটি ২৯ লাখ টাকা। এ দিন ইসলামী ব্যাংক ‘টপ গেইনার’ তালিকার শীর্ষে ছিল।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM