মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বিয়ে না হলেও কেনো নিয়মিত পিল খাচ্ছে উপকূলের নারীরা

মারুফ হাসান: শ্যামনগর সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের মেয়েরা বিয়ে না হলেও নিয়মিত পিল খেয়ে যাচ্ছেন।

এ ব্যপারে এক কিশোরী জানায়, লবন পানি খাওয়ার কারণে তাদের অনেকের অনিয়মিত মাসিক দেখা দেয় এবং যৌনাঙ্গে চুলকানী সৃষ্টি হয়। এই কারণে তারা পিল খেয়ে তাদের মাসিক চক্র বন্ধ রাখেন।

বেসরকারি উন্নয়ন সংস্থার নাসরিন সুলতানা বলেন, উপকূলীয় নারীরা পিলের লাল ট্যাবলেটটি খেতে চায় না। তারা শুধু সাদা ট্যাবলেটটি খায়, যাতে তাদের মাসিক না হয়। এ ছাড়াও তারা ইনজেকশনের মাধ্যমে মাসিকচক্র বন্ধ করে রাখে। এর ফলে তারা নানা স্বাস্থ্য জটিলতায় ভোগছেন।

সাতক্ষীরা সাবেক জেলা প্রশাসব হুমায়ূন কবির বলেন, আমরা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কাছে পিল বিক্রি না করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM