সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

অ্যাকশনের পর আবার রোমান্টিক সিনেমায় আলিয়া

বিনোদন ডেস্ক: আলিয়া ভাট ও রণবীর কাপুরকে ছাড়িয়ে ছবি শিকারিদের কাছে বড় তারকা হয়ে উঠেছে তাঁদের মেয়ে রাহা। আলিয়া এখন যেখানেই যান, সঙ্গে থাকে রাহা। কখনো কখনো রণবীরের সঙ্গেও মেয়েকে দেখা যায়। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ভক্তরা চুলচেরা বিশ্লেষণ করতে থাকেন, মা-বাবার সঙ্গে মেয়ের কতটা মিল!

মা হওয়ার পর আলিয়া কিছুটা বিরতি নিলেও দ্রুতই ফিরে এসেছেন কাজে। সন্তান ও কাজ—দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। এর বাইরে নিজের জন্য তেমন সময় বের করতে পারেন না। অবশ্য এ নিয়ে কোনো আফসোস নেই আলিয়ার। বরং চোখের সামনে সন্তানের একটু একটু করে বড় হওয়াটা উপভোগ করছেন অভিনেত্রী। আর দশজন মায়ের মতো সন্তানের ব্যাপারে আলিয়াও অতিরিক্ত সচেতন। সব সময় চোখে চোখে রাখতে চান। মেয়ের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে চান। কিন্তু কাজের চাপে সব সময় তা পেরে ওঠেন না।

অক্টোবরে মুক্তি পাবে আলিয়ার নতুন সিনেমা ‘জিগরা’। সিনেমার প্রচারপর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সন্তানকে সামলে সেসবে অংশ নিচ্ছেন আলিয়া। কীভাবে ব্যালেন্স করছেন ব্যক্তিগত ও পেশাগত জীবন? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, গত দুই মাসে তিনি নিজের থেরাপি সেশনেও যোগ দিতে পারেননি। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দীর্ঘদিন ধরে থেরাপিস্টের সাহায্য নিচ্ছেন আলিয়া। তবে রাহার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছে। আলিয়া বলেন, ‘মা হিসেবে সব সময়ে নার্ভ সজাগ থাকে, কারণ মেয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই। তবে এটাও ঠিক, রাহার জীবনটা ওরই, সেটা ও ওর মতো করেই বাঁচবে। আমি শুধু ওকে রাস্তা দেখিয়ে দেব।’

মা হওয়ার পর ক্যারিয়ারে আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে আলিয়ার। রোমান্টিক ঘরানা ছেড়ে তিনি হাজির হতে চলেছেন অ্যাকশনধর্মী সিনেমায়। জিগরা ছাড়াও ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। পরপর কয়েকটি অ্যাকশন সিনেমা করার পর এবার রোমান্টিক ঘরানায় ফিরতে চাইছেন আলিয়া। পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী বছরের শেষের দিকে হবে এ সিনেমার শুটিং। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM