সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে মডেলের অদ্ভুত কাণ্ড

বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী তিনি। যার কারণে বেশ প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর রাতে লং আইল্যান্ডে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ। রাতের সমাবেশ অন্যদের সঙ্গে উপস্থিত যুক্তরাষ্ট্রের আলোচিত মডেল আভা লুইস।

ট্রাম্পের বক্তব্য চলাকালীন হঠাৎ দাঁড়িয়ে পরনের টপ তুলে বক্ষযুগল প্রদর্শন করেন আভা লুইস। এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট। তাতে এমন দৃশ্য দেখা যায়; যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

নিউ ইর্য়ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রচারের অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর রাতে লং আইল্যান্ডে আয়োজিত সমাবেশে ট্রাম্পের বক্তব্য চলাকালীন স্তন প্রদর্শন করেন আভা লুইস। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা আভার প্রতি ক্ষিপ্ত হয়ে সমাবেশস্থল থেকে তাকে এবং তার প্রেমিককে বের করে দেয়।

১৬ হাজার মানুষের উপস্থিতিতে এমন কাণ্ড ঘটানোর কারণ ব্যাখ্যা করে নিউ ইর্য়ক পোস্টকে আভা লুইস বলেন, ‘এটি ট্রাম্পের জন্য ট্রিট।’

আভা লুইস ট্রাম্পের একনিষ্ঠ ভক্ত। তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য অর্থ সংগ্রহ করছেন। নিউ ইর্য়ক পোস্টকে আভা লুইস বলেন, ‘আমি এখন মাসে ১ লাখ ডলার আয় করছি। এজন্য আমি আমার ভক্তদের ব্যবহার করছি। ট্রাম্প থিমযুক্ত কনটেন্ট থেকে ৫ লাখ ডলার আয় করার চেষ্টা করছি; যা ট্রাম্পকে উপহার দেব।’

ট্রাম্পকে সমর্থন জানানোর কারণ ব্যাখ্যা করে আভা লুইস বলেন, ‘ট্রাম্প একজন উদ্যোক্তা ছিলেন, আমি একজন উদ্যোক্তা, আমি তাকে বুঝি। আমি আমার বুকের ছবি বিক্রি করি, সে আমেরিকার স্বপ্ন বিক্রি করে।’

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM