সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তারা যাই পোস্ট করুন না কেন মাঝে মধ্যেই সমালোচনার শিকার হন।

সম্প্রতি ঘুরতে গেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরত জাহান। নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু হয়েছে সমালোচনা। সবুজ রঙের অফ শোল্ডার টপ পরা ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে স্পষ্ট তার বুকের ট্যাটু।

হালকা বোঝা যাচ্ছে শরীরের স্ট্রেচমার্ক। এমনিতেই নায়িকার চেহারা নিয়ে এই যে প্রথম তাকে খোঁটা শুনতে হচ্ছে তেমনটা একেবারেই নয়। এবারেও ছেড়ে কথা বললেন না তার অনুরাগীরা। নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত।

ছেলে ঈশানের জন্মের পর আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকা। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশিই ডায়েট করেছেন।

একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গেছে নায়িকার ছবিতে। কেউ লিখেছেন, ‘আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।’ আবার কারও মন্তব্য, ‘ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন।’ শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা।

তবে কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন নুসরত। কোনও দিনই কারও কথায় গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরাতকে। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM