সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বাংলাদেশ সিরিজে পাঁচ রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। গত জানুয়ারিতে শেষ টেস্ট খেলা বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই সাদা পোশাকে মাঠে ফিরছেন। আর প্রত্যাবর্তনের সিরিজেই একগাদা রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে।

ঘরের মাঠে একমাত্র সক্রিয় ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান

বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে কারও ঘরের মাঠে ১২ হাজার রান নেই। এই মাইলফলক থেকে মাত্র ১১ রান দূরে দাঁড়িয়ে বিরাট কোহলি। সবমিলিয়ে ঘরের মাঠে ১২ হাজারের বেশি রান আছে কেবল চারজনের। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৪১৯২ রান), রিকি পন্টিং (১৩১১৭), জ্যাক ক্যালিস (১২৩০৫) এবং কুমার সাঙ্গাকারা (১২০৪৩)।

বাংলাদেশের বিপক্ষে চেতেশ্বর পুজারার রেকর্ড ভাঙার সুযোগ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের কীর্তি এখন চেতেশ্বর পুজারার দখলে। ৪৭৮ রান নিয়ে শীর্ষে থাকা পুজারার পিছু ছুটছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪৩৬ রান নিয়ে সিরিজ শুরু করা কোহলি এই রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ২৯। কোহলিও এখন সমান ২৯ সেঞ্চুরি নিয়ে তার পাশেই রয়েছেন। তবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসের মধ্যে একটিতে সেঞ্চুরি করতে পারলেই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।

নাগালে ৯ হাজার টেস্ট রান

বাংলাদেশ সিরিজে সবমিলিয়ে ১৫২ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ৯ হাজারি ক্লাবে নাম উঠবে কোহলির। ভারতের পক্ষে এখন পর্যন্ত মোটে তিন ব্যাটার সাদা পোশাকে ৯ হাজার বা তার বেশি রান করতে পেরেছেন। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) ও সুনীল গাভাস্কার (১০১২২)।

শচীনের রেকর্ড গুঁড়িয়ে দিতে চাই ৫৮ রান

বাংলাদেশ সিরিজে ৫৮ রান করতে পারলেই সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ হবে কোহলির। এই মাইলফলকে যেতে ৬২৩ ইনিংসে ব্যাট করতে হয়েছিল শচীনকে, তবে কোহলি ৫৯১ ইনিংসেই ২৬৯৪২ রান করেছেন। বাংলাদেশ সিরিজে দুই টেস্ট মিলিয়ে ৫৮ রান পেয়ে গেলেই শচীনের সে রেকর্ড নিজের করে নেবেন কোহলি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM