সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

গার্মেন্টস শিল্পের জন্য বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গার্মেন্টস শিল্পের জন্য বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বনানীতে হোটেল সারিনায় বিজিএমইএ সভাপতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গার্মেন্টস শিল্পে দেশি বিদেশী চক্রান্ত সব সময় কাজ করেছে। যা মালিক শ্রমিক সব সময় ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করেছে। আন্তর্জাতিকভাবেও জানাতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি।

আমীর খসরু বলেন, কিছু সমস্যা থাকলেও আমরা ভালোর দিকে যাচ্ছি। পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, এই শিল্পের বিকাশ কীভাবে করতে পারি তা নিয়ে কাজ করতে হবে।

এ সময় নারীদের ক্ষমতায়নে পোশাক শিল্প কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM