সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আজ গণমাধ্যমে কথা বলবেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: গত ৫ আগস্ট ঘটনার পরবর্তী সময়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনেকটা নিভৃতে ছিলেন। বাফুফের কর্মকাণ্ড বাসা থেকে সম্পাদন করতেন। আজ (শনিবার) মাস খানেক পর বাফুফে ভবনে এসেছেন। এরপরই জানিয়েছেন গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা।

বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। ব্যক্তিগত প্রেস ব্রিফিংয়ে তিনি আসন্ন নির্বাচন নিয়ে বা তার ব্যক্তিগত কিছু ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। যা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছে ফুটবলাঙ্গনে।

আজ বিকেল ৪টায় বাফুফে ভবনে লিগ কমিটির সভা আছে। সেই সভায় যোগ দিতে ক্লাবের ও ফেডারেশনের কর্মকর্তারাও হাজির হচ্ছেন। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM