মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীসহ প্রায় ৩০ জন আহত হয়।

জানা যায়, বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা। যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদ হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।

এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩০ জন আহত হয়।

পরে পরিস্থিতি শান্ত হলে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM