মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ধর্ষণ থেকে বাঁচতে চিকিৎসকের পুরুষাঙ্গ কেটে দিল নার্স

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল রয়েছে ভারত। এ ঘটনার রেশ কাটতে না কাটতে বিহার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালের একজন নার্স সংঘবদ্ধ ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন এক ডাক্তার।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এক হাসপাতালে কাজ করা একজন ডাক্তার তার দুই সহযোগী নিয়ে ওই হাসপাতালের একজন নার্সকে ধর্ষণ করতে যায়। পরে ব্লেড দিয়ে সেই চিকিৎসকের পুরুষাঙ্গ কেটে কোনোমতে পালিয়ে বেঁচেছেন ওই নারী।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলার মুসরিঘররারি থানার আরবিএস হেলথ কেয়ার সেন্টারে এমন ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে ওই নারী যখন তার কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হাসপাতালে পরিচালক ডা. সঞ্জয় কুমার ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করতে উদ্যত হয়। এ সময় তারা সবাই মাতাল ছিল। একপর্যায়ে ডা. সঞ্জয় ওই নার্সকে জাপটে ধরেন।

এ সময় নিজেকে বাঁচাতে ওই নার্স ব্লেড দিয়ে ডা. সঞ্জয়ের পুরুষাঙ্গ কেটে দেন এবং পালিয়ে একটি মাঠে অবস্থান নেন। পরে সে পুলিশকে ফোন করে ঘটনা জানায়।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সঞ্জয় কুমার পাণ্ডে বলেছেন, ফোন পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায়। পরে মাঠ থেকে সেই নার্সকে নিরাপদে উদ্ধার করার পর হাসপাতাল থেকে বাকি ৩ জনকে আটক করা হয়। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM