শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এসময় জামিনের আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা। কিন্তু জামিন আবেদন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেয়া হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া, একটি মামলায় হাসানুল হক ইনুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এআরএস

 

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM