মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে মৃত্যু বেড়ে ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ার এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে এবং একটি সেতুও ধসে পড়েছে। গত শনিবার দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন ইয়াগি। প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের ফলে রেড নদী ও এর আশপাশের প্রদেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তাণ্ডব চালানোর পর শনিবার ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে স্থলে উঠে আসে টাইফুন ইয়াগি।

এরপর থেকে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে হ্যানয়ের ওপর প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়। ঝড়টি লোহিত নদীর উজানের দিকের প্রদেশগুলোতে হাজির হয় আর এর প্রভাবে সোমবার ফু থো প্রদেশে নদীটির ওপর দিয়ে যাওয়া ফং চাউ সেতু ধসে পড়ে। হ্যানয়ের বাসিন্দা ৪২ বছর বয়সী ট্রান লে কুয়েন রয়টার্সকে বলেন, ‘৩০ বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে খারাপ বন্যা এটি।’ তিনি আরও বলেন, ‘গতকাল সকালেও সব শুকনো ছিলো। এখন পুরো রাস্তা ডুবে আছে। গত রাতে আমরা ঘুমাতে পারিনি।’

টাইফুন এবং এর ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যার কারণে ভিয়েতনামের বিভিন্ন স্থানে অন্তত ১৭৯ জন নিহত এবং ১৪৫ জন নিখোঁজ হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। রেড নদীর পানি গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দুই দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীর কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের সপ্তাহের বাকি দিনগুলোতে বাড়িতে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে নিচু এলাকার হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার ও স্থানীয় গণমাধ্যম। এআরএস

 

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM