শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

পোশাক শ্রমিকদের বকেয়া বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, আজ রাত কিংবা আগামীকাল সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এরই মধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আরো জানান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM