মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে। পার্সটুডে ‘গাজা আলআন’ চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েখটি এলাকায় ওই ২ মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

কোনো কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় ককেজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরাইলি সেনা আহত হয়।

গত রবিবারও জর্দানের এক ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে ৩ ইসরাইলি সেনা নিহত হয়। তবে অভিযানকারী জর্দানি ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে।

হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে ৪ হাজার ৯৭৩ টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত ১২ জন ইহুদিবাদী সেনা এবং ৩ পুলিশসহ ৩৮ জন ইহুদিবাদী নিহত এবং ২৮৫ জন আহত হয়েছে। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM