সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই লোডশেডিং: বিএনপি নেতা আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিংসহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদেরকে কিছু সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই। উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নূর।

আরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM