সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মব জাস্টিসে লাভ শুধু হাসিনার: আশফাক নিপুণ

বিনোদন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হামলা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যেসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। সম্প্রতি রাজশাহীতে সাবেক এক ছাত্রলীগ নেতা গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। তার মৃত্যুতে মব জাস্টিস নিয়ে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই নতুন বাংলাদেশে এ ধরণের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

তাদেরই একজন নির্মাতা আশফাক নিপুণ। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা বলেছেন, গণপিটুনি, সম্মিলিত হামলা বন্ধ করেন। অপরাধী হলে আইনের হাতে তুলে দেন। আইনের শাসন ছাড়া দেশে গণতন্ত্র, ন্যায়বিচার আসবে না। মব জাস্টিসে লাভ শুধু হাসিনার, মনে রাইখেন।

তার সেই স্ট্যাটাসে ভক্তরাও একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘গণপিটুনি, সম্মিলিত হামলা, মব জাস্টিস যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সত্য এবং ন্যায়ের কথা বলার জন্যও এসবের শিকার হতে পারেন ভবিষ্যতে। আবার আজকে যারা এমন করছেন, তাদের সাথেও একই ঘটনা ঘটবে না এমনটাও বলা যাচ্ছে না। বন্ধ হোক এসব।’

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM