সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

হিন্দিতে ভারতের বিহারে মুক্তি পাচ্ছে ‘তুফান’

বিনোদন ডেস্ক: ভারতে পশ্চিমবঙ্গের পর বিহারে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। বিহারের বাসিন্দারা প্রেক্ষাগৃহে ‘তুফান’ দেখবেন হিন্দি ভাষায়। সিনেমার সংলাপের হিন্দি ভাষান্তরের কাজ চলছে। আগামী ১৩ সেপ্টেম্বর বিহারে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন বলেন, “শুধুমাত্র বিহারের কথা ভেবে নয়, পুরো ভারতে মুক্তির জন্য ‘তুফান’ হিন্দিতে ডাব করা হয়েছে। বিহারের পর পর্যায়ক্রমে অন্য রাজ্যগুলোতেও মুক্তি দেওয়া হবে।”

আগেই জানা গেছে, দেশের দুটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে সিনেমাটি। গত বছরের ১৭ জুন মুক্তির পর দেশের ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলেছে। এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশে ‘তুফান’ পৌঁছে যায়।

এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন। পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগায়। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM