রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

জুলাই গণহত্যার তথ্য চেয়ে হাসপাতালগুলোতে চিঠি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতের তথ্য চেয়ে সারাদেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও কবরস্থানসহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে গণমাধ্যমে চিঠি দেয়া হয়েছে জুলাই আগস্টের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য।

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় নিরপরাধ কারও যেমন সাজা হবে না, তেমনি দোষী কেউ ছাড়ও পাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

চীফ প্রসিকিউটর আরও বলেন, গতকাল ঢাকা মেডিকেলে আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে।

আহতদের সবার পরিবার দ্রুত বিচার চেয়েছেন বলে জানান তিনি। হাসপাতালের পরিচালকের সাথে কথা হয়েছে তদন্ত সংস্থার। পরবর্তীতে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে।

তদন্তের সূচনা লগ্নে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ছাত্র নেতাদের সাথে সহসাই বসে তথ্য সংগ্রহ করা হবে বলে। তদন্ত কবে শেষ হতে পারে তার সময় নির্ধারণ করা কঠিন তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেয়া হবে না।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না এর পিছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই, কোন সরকারকে দীর্ঘদিন রাখার কোন উদ্দেশ্য নেই। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM