সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সবুজ বেনারসিতে আরও লাস্যময়ী দীপিকা

বিনোদন ডেস্ক: শিগগিরই বাড়িতে আসছে নতুন সদস্য। তার আগে স্বামী রণবীরকে নিয়ে মুম্বাইয়ে মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন দীপিকা পাড়ুকোন। এ সময় তার পরনে ছিল সবুজ সিল্কের বেনারসি শাড়ি। যাতে তাকে আরও লাস্যময়ী দেখা গেছে।

দীপিকা পাড়ুকোনের পরনের শাড়িটির নকশা করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া। অনিতা বলেন, ‘সবুজ রংটি বংশবৃদ্ধি ও উন্নতির প্রতীক। তাই বিশেষ দিনের কথা মাথায় রেখে দীপিকা সবুজ শাড়িটি বেছে নিয়েছেন। এই বিশেষ শাড়িটি মীনাক্ষী মন্দিরের মাদুরাই দেবীকে উৎসর্গ করা হয়েছিল।’

চক্র মোটিফসহ বেনারসি শাড়িটির চওড়া পাড় নজর কেড়েছে সবার। শাড়িটি জুড়ে ছিল সোনালি জরির কারুকাজ। তবে দেবী মাদুরাইকে যে শাড়ি অর্পণ করা হয়েছিল তাতে তানচুই কারুকাজ করা ছিল। দীপিকার পক্ষে সেই ভারী শাড়ি পরা সম্ভব হবে না বলে তানচুইয়ের কারুকাজ খুলে ফেলা হয়। বাকি শাড়িটি হুবহু একই রাখা হয়। শাড়িটি তৈরি করতে ছ’মাসেরও বেশি সময় লেগেছে।

শাড়ির সঙ্গে খুব বেশি মেকআপ করেননি দীপিকা। মাথায় খোঁপা, ছোট একটি টিপ, ছিমছাম দুল আর ন্যুড মেকআপেই সেজেছেন বলিউডের মস্তানি।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM