সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘প্রতীকী বিষপান’ কর্মসূচিতে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পরীক্ষার দাবিতে রাস্তায় বসে ‘প্রতীকী বিষপান’ কর্মসূচি পালন করেছে নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে ১১ শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, আজ ২০১৯-২০ সেশনের বিএসসি-ইন-নার্সিং কোর্সের চুড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ষড়যন্ত্র করায় সব পিছিয়ে আছে। পরীক্ষার নিশ্চয়তা নেই। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে চরম অনিশ্চয়তায় ২৩টি কলেজের প্রায় ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ।

পরে বিএসসি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ‘প্রতীকী পরীক্ষার’ পাশাপাশি ‘প্রতীকী বিষপান’ করেন। বোতলের ‘প্রতীকী বিষপান’ করলে ১১ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো বিষপানের ঘটনা ঘটেনি। দ্রুত তারা সুস্থ হবে বলে জানান চিকিৎসক।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM