শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ মনোনীত

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন। তিনি ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

বিচারপতি মো. রেজাউল হক ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ২, ৭, ৮, ১৬ ও ১৭ অক্টোবর অবকাশকালীন জজ হিসেবে বেলা ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM