শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

আমি সমন্বয়কদের ধরিনি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাছে হস্তান্তর করেছে: ডিবি হারুন

মারুফ হাসান: হঠাৎ ছাত্রলীগের কেন্দীয় এক নেতার সঙ্গে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের ফোনালাপ ফাঁস হয়েছে। এমন এক কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ছাত্র আন্দোলনের কিছু ঘটনা নিয়ে তারা কথাবার্তা বলেছেন।

এছাড়া আন্দোলন চলাকালে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়নকে ডিবি অফিসে আটকে রাখার জন্য ডিবি প্রধানকে দোষারোপ করা হয়।

বল হয়, হাসিনা সরকারের পদত্যাগসহ সকল ঘটনার জন্য দায়ী সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ।

ডিবি হারুন বলেন, সমন্বয়কদের আমি ধরিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আমার কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফসহ অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্তক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য।

ভিডিওতে ডিবি হারুন দাবি করেন, তিনি শুধু আদেশ পালন করেছেন। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM