সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে মামুনুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেওয়ার পর শুক্রবার রাতে মামুনুলের বাড়িতে হামলা করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের সদরঘাটে নিজ বাড়িতে অবস্থান করছেন৷ সেখান থেকেই বর্ণনা দেন ঘটনার, ‘বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়।’

কারা হামলা করেছে চিনতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে মামুনুল বলেন, ‘কামাল, মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।’

এ বিষয়ে বিস্তারিত জানতে রাতেই চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে ফোন দিয়েও পাওয়া যায়নি। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM