সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। পর্নদুনিয়া থেকে সরে এসে নাম লিখেয়েছেন অভিনয়ে। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজনরও কেড়েছেন তিনি।

বলিউডে নিজের কর্মজীবনে এগিয়ে গেলেও শিক্ষাজীবনে ঠিক কতটা এগিয়েছেন তিনি? যদিও তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই সানির। তবে এবার জানা গেল, দুই কলেজের মেধাতালিকায় নাম উঠেছে অভিনেত্রীর। সত্যিই কী তাই?

জানা গেছে, কলকাতার দুই কলেজের মেধাতালিকায় স্থান করেছেন সানি। বিষয়টি নিয়ে হতবাক অভিনেত্রীর ভক্তরা। শুরু হয়েছে তাকে নিয়ে নেটিজেনদের নতুন চর্চা। এদিকে সানি নিজেও সেই বিতর্কে গা ভাসিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হতে জানা গেছে, কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি। সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম। অন্যদিকে, বজবজ নামের একটি কলেজের মেধাতালিকাতেও নাম উঠেছে সানির। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

অন্যদিকে, মেধা তালিকার এ বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সানি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘তোমরা কি আমার সেমিস্টারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাঙিয়ে তথ্য বিকৃত করে ঘটনাটি ঘটিয়েছে। এমনকি অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এ ঘটনা।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM