সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

২০ বছর ও ১৪০ ম্যাচ অপেক্ষার পর এলো জয়

স্পোর্টস ডেস্ক: র‍্যাংকিংয়ের সবচেয়ে বাজে দল হিসেবে তকমাটা অনেক দিন ধরেই বয়ে আসছে সান মারিনো। সেটা মুছে যায়নি অবশ্য। কিন্তু ২০ বছর ও ১৪০ ম্যাচের অপেক্ষার পর জয়ের অমৃত স্বাদ পেল তারা। নেশনস লিগে গতকাল লিখটেনস্টেইনকে দলটি হারিয়েছে ১-০ গোলে। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে এটি তাদের দ্বিতীয় জয়।

দি সেরাভাল্লে স্টেডিয়ামে ৫৩ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছেন নিকো সেনসোলি। ইতালির চতুর্থ স্তরের একটি ক্লাবে খেলে থাকেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। সান মারিনো যখন প্রথম জয় পায় তখন তার জন্মও হয়নি। ২০০৪ সালে সেবার লিখটেনস্টেইনকেই হারিয়েছিল তারা।

এরপর থেকে টানা ২০ বছর ও ১৪০ ম্যাচ জয়হীনভাবে কাটায় সান মারিনো। ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বেশি ম্যাচে জয় না পাওয়ার রেকর্ড। সেই রেকর্ডের ইতি টেনে এখন নিশ্চয়ই স্বস্তি পাচ্ছে র‍্যাংকিংয়ের একদম তলানির দলটি (২১০)। সেই সঙ্গে আনন্দে ভেসেছে ৬১ বর্গকিলোমিটারের ৩৩ হাজার মানুষ।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM