রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

এনটিআরসিএর নতুন সচিব রিজওয়ানুল হক

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব এ এম এম রিজওয়ানুল হককে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব নিয়োগ দিয়েছে সরকার। রিজওয়ানুল হক এনটিআরসিএর সাবেক সচিব মো. ওবায়দুর রহমানের স্থলভিত্তিক হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ অধিশাখা) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে সাবেক সচিব মো. ওবায়দুর রহমানকে বিদ্যুৎ বিভাগের একটি দফতর বদলি করা হয়েছে। এর পর থেকে এনটিআরসিএর সচিব পদটি শূন্য ছিল।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM