সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ব্যালন ডি’অরে মনোনয়ন না পাওয়া রদ্রিগো নেইমারের কাছে সেরা পাঁচে

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কাপ ও সুপারকোপা- এগুলো রদ্রিগো গোয়েসের গত মৌসুমের অর্জন। চার চারটি ট্রফি জেতার পথে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটলার ১৭ গোল করেন ও ৯টি গোলে অবদান রাখেন। জাতীয় দলের হয়ে খেলেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে।

জাতীয় দলের হয়ে নির্ধারিত টাইমফ্রেমে (১ আগস্ট ২০২৩ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৪) রদ্রিগো ৪টি গোল করেন।

এই পারফরম্যান্স সত্ত্বেও রদ্রিগো ৪ সেপ্টেম্বর প্রকাশিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। এতে জায়গা করে নিয়েছেন তার ক্লাবের ৬ সতীর্থ- ভিনিসিউস জুনিয়র, জুদে বেলিংহ্যাম, টনি ক্রুস (এখন অবসরে), দানি কারভাহাল, কিলিয়ান এমবাপ্পে (আগের মৌসুমে পিএসজির খেলোয়াড় ছিলেন) ও ফেদেরিকো ভালভার্দে।

৩০ জনের তালিকায় জায়গা পাওয়া অনেকের চেয়ে রদ্রিগোর পারফরম্যান্স ভালো। সে কারণেই হয়তো রদ্রিগোকে তালিকায় না দেখে অবাক হয়েছেন নেইমার জুনিয়র। এ ব্রাজিলিয়ান ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিশ্বে ন্যূনতম সেরা পাঁচে।’

নিজেকে ৩০ জনের তালিকায় না দেখে রদ্রিগোও যারপরানই হতাশ হয়েছেন। তিনি যে ব্যাপারটি নিয়ে খুশি নন, তাও এক স্টোরিতে বুঝিয়েছেন। গত মৌসুমে জেতা ট্রফির সঙ্গে ছবি শেয়ার করে একটি হাসির ইমুজি জুড়ে দিয়েছিলেন এই ২৩ বছর বয়সি।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM