সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

কালীগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মুক্তারপুরের নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এস এম ইমদাদুল হক আকলু (৬০) মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন এ তথ্য জানান।

মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমার জানান, এসএম ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশ্যে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের লোক দলবল নিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের কারণে এই হত্যা করা হয়েছে। তবে তারা কাউকে শনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে জানতে মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM