সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপির সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চলমান সংঘর্ষে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া এক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যের মৃত্যু হয়েছে। তিনি গত ২৮ জুলাই থেকে অসুস্থ ছিলেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী। নিহত বিজিপি সদস্যের নাম কোয়া নন্দ (৩০)। তিনি বিজিপির ল্যান্স কর্পোরাল।

অধিনায়ক বলেন, ২৮ জুলাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মেডিক্যাল অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ৩ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

প্রায় একমাস চট্টগ্রাম ও কক্সবাজার মর্গে রাখার পর ৫ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাসের উপযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে সর্বোচ্চ মর্যাদায় যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুসরণ পূর্বক রামু শ্মশানে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM