সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ভারতের সিকিমে সড়ক দুর্ঘটনায় চার সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিম রাজ্যের পাকিয়াং জেলায় এক সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা।

সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে ৮০০ ফুট গভীর খাদে ছিটকে নিচে একটি জঙ্গলে পড়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

নিহতরা হলেন, মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাওয়ার পথে দালোপচাঁদ দারা এলাকায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM