সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ইউক্রেনে ৬৫০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে এসব অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানা যায়। যার মূল্য ২১৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। শুক্রবার ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে বলে খবর রয়টার্সের খবরে জানা যায়।

জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ৫০ দেশের একটি অ্যাড-হক জোটের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে মস্কো। এ অবস্থায় রুশ হামলা ঠেকাতে পশ্চিমা বিশ্বের কাছে আরও আকাশ প্রতিরক্ষা দাবি করেছে ইউক্রেন।

জন হেইলি বলেন, ব্রিটেনের নতুন সরকার ইউক্রেনে দ্রুত সময়ের মধ্যে সামরিক সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাঠাবে। আমাদের নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র পাঠাবে হবে তার প্রস্তুতকারক হলো থালেস।

এসব ক্ষেপণাস্ত্র ৬ কিলোমিটারের অধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং স্থাল, সাগর এবং আকাশ থেকে এটি নিক্ষেপ করা যাবে বলে তিনি জানিয়েছেন।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM