রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হচ্ছেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন রাহুল দ্রাবিড়। এর আগে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। তাকে তাই হেড করতে আইপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে ছিল। ওই দৌঁড়ে জিতেছে রাজস্থান রয়্যালস। আইপিএল দলটির হেড কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক কিংবদন্তি এই ব্যাটার।

সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানতে পেরেছে যে, রাজস্থানের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন দ্রাবিড়। আইপিএলের আগামী মেগা নিলামে কোন কোন খেলোয়াড় ধরে রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে ওই আলোচনাও ক্লাবের সঙ্গে করেছেন।

আইপিএলের দল রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক পুরনো। ২০১২-১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক ছিলেন। রাজস্থানে দ্রাবিড় সহকারী কোচ হিসেবে বিক্রম রাথোড়কে চাচ্ছেন বলেও জানা গেছে।

রাজস্থানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় কোচ হলেও নিজ পদে থাকবেন সাঙ্গাকারা। সঙ্গে রাজস্থানের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকা লিগের পার্ল রয়্যালসের ও সিপিএলের বারবাডোজ রয়্যালসের দায়িত্ব নেবেন তিনি। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM